শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

বিএম কনটেইনার ডিপো থেকে আরেকটি লাশ উদ্ধার

বিএম কনটেইনার ডিপো থেকে আরেকটি লাশ উদ্ধার

স্বদেশ ডেস্ক:

অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের নয়দিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে নিহত ব্যক্তির দেহের কিছু পোড়া অংশ, পায়ের হাড়, হাতের কিছু অংশসহ হাড়গোড় উদ্ধার করা হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বলেন, বিএম কনটেইনার ডিপোর ক্ষতিগ্রস্ত একটি টিনশেড ভবন পরিষ্কার করছিলেন  শ্রমিকরা। টিনশেডের ভেতরে দেহাবশেষটি দেখে ডিপোর শ্রমিকরা ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যকে জানান। পরে পুলিশ গিয়ে দেহাবশেষটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্টের জন্য দেহাবশেষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এরেআগে গত ৪ জুন রাত ১০টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। এরপর বিস্ফোরণও ঘটে। এ ঘটনায় মোট ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন সদস্য রয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়ে দুই শতাধিক ব্যক্তি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877