স্বদেশ ডেস্ক: ডেঙ্গুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগম। তিনি বলেন, এটা নিয়ে বিভিন্ন গুজব হচ্ছে। আপনারা গুজবে কান দিবেন না।’
মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
মমতাজ বলেন, ‘জ্বর আসলেই মানুষ মনে করে ডেঙ্গু জ্বর হয়েছে। বিষয়টা আসলে তা না, ডেঙ্গুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা নিয়ে বিভিন্ন গুজব হচ্ছে। আপনারা গুজবে কান দিবেন না।’
ডেঙ্গু জ্বর হলে হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পর্যাপ্ত ওষুধপত্রের ব্যবস্থা আছে। এ ছাড়া ডেঙ্গু মোকাবিলা করার জন্য ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’
বাড়ির আশপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গু আক্রমণ থেকে রেহাই পাওয়া সম্ভব বলেও জানিয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
এ সময় পদ্মা সেতু প্রসঙ্গে মমতাজ বলেন, ‘পদ্মা সেতুর জন্য মাথা লাগবে। এ গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একশ্রেণির লোকজন। এসব গুজবে কেউ কান দিবেন না।’