মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য, যা বললেন হাসনাত আব্দুল্লাহ

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য, যা বললেন হাসনাত আব্দুল্লাহ

স্বদেশ ডেস্ক:

শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘হাসিনাকে উৎখাত করা হয়েছে; একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই।’

এই পোস্ট দেওয়ার কিছু সময় পর তিনি একটি ভিডিও শেয়ার করেন। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী শক্তির উত্থান ও পুনর্বাসন ঠেকাতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’

ভিডিওতে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে বিএনপি-জামায়াতকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ খুঁজে পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন বলে একটি সাপ্তাহিকে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। যা নিয়ে সর্ব মহলে চলছে আলোচনা-সমালোচনা। এর প্রেক্ষিতেই হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট দিয়েছেন।

এর আগে গত ৫ অগাস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন, ‘আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।’

এ সময় তিন বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতির পেছনে দাঁড়িয়ে ছিলেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সারজিস এ হুঁশিয়ারি দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার করা না হলে ফের রাজপথে নামবেন বলে জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক নিজের ভেরিফাইড আইডিতে লেখেন, ‘১৬ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে। আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনী ও তাদের দোসরদের গ্রেপ্তার করুন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877