স্বদেশ ডেস্ক:
গ্রিক সরকার বলেছে, তারা তুরস্কের সাথে লাগোয়া দেশের সীমানা প্রাচীর আরো বাড়ানোর পরিকল্পনা করছে। এবং এই বর্ধিতাংশ নির্মাণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্থিক সহায়তা চাচ্ছে।
এপি এ খবর জানিয়েছে।
গ্রিসের অভিবাসন বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাকিস বলেছেন, ইস্পাত প্রাচীরটি ৪০ থেকে ১২০ কিলোমিটার (২৫ থেকে ৭৫ মাইল) পর্যন্ত বাড়ানো হবে। চলতি বছরের শেষের দিকে নির্মাণ কাজ শুরু হবে।
তিনি বলেন, ‘সরকার সীমানা প্রাচীর আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য আমরা ইউরোপীয় ইউনিয়নকে আর্থিকভাবে সহায়তা করার অনুরোধ করেছি।’
সোমবার এ সংক্রান্ত একটি সাক্ষাৎকারের অডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। তবে সীমানা প্রাচীরের বর্ধিতাংশ নির্মাণের জন্য কেমন খরচ পড়বে, তা জানাননি।
দেশটিতে ব্যাপকহারে অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল। এখন সেটি আরো বাড়ানো হচ্ছে।
এ ঘটনার জন্য তুরস্ককে দায়ী করছে গ্রিস। তারা বলছে, প্রতিবেশী তুরস্ক ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দেয়ার বোঝা কাঁধে নিয়ে রেখেছে। যাদের বেশিরভাগ সিরিয়ায় গৃহযুদ্ধের কারণ পালিয়ে এসেছেন। তাদের আশ্রয় দিয়ে ইইউভুক্ত দেশগুলোর ওপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি করছে তুরস্ক। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে দেশটি।
সূত্র : মিডল ইস্ট মনিটর