রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
আবারো করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

আবারো করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

স্বদেশ ডেস্ক:

টানা দুই দিন করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা হ্রাসের পর গত ২৪ ঘণ্টায় আবার বেড়েছে। আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪৪ হাজার ৩১ জন আর মারা গেছেন এক হাজার আটজন।

এর আগে সোমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন দুই লাখ ৯৯ হাজার তিন শ’ জন। মারা গিয়েছিলেন ৫৩৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ২০ লাখ ২২ হাজার ৫৫৯ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১১ হাজার ৯২৩ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫০ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৩৬৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৫৭ লাখ ৩০ হাজার ৫৯৭ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩১ হাজার ২৮৬ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৫৮২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬৩০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি নয় লাখ ৭৭ হাজার ৬৬১ জন। ছয় লাখ ৬৬ হাজার ৫৬৮ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877