রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
খুলনায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড

খুলনায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড

স্বদেশ ডেস্ক:

খুলনায় বিস্ফোরক আইনে নি‌ষিদ্ধ ঘোষিত জ‌ঙ্গি সংগঠ‌ন জেএমবি’ র দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের ১ লাখ টাকা জ‌রিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হ‌য়ে‌ছে।

রোববার দুপুরে খুলনার ‌অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে নুর মোহাম্মদ অনিক ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে মোজাহিদুল ইসলাম।

আদলত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ জানুয়ারি গোপন সংবাদে পুলিশ জানতে পারে নগরীর সোনাডাঙ্গা থানার পুরাতন গল্লামারী রোডের হাসনাহেনা নামক বাড়ির তিন তলা ভবনের নিচ তলার কক্ষে জেএমবি’র কয়েকজন সদস্য অবস্থান করছে। সেদিন রাত সোয়া ৩টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও কয়েকটি রিমোর্ট কন্ট্রোলসহ তাদের দু’জনকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তার নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে পরিচয় দেয়।

এ ঘটনায় ওই দিন রাতে সোনাডাঙ্গা থানার এসআই রোহিত কুমার বিশ্বাস তাদের দু’জনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন। একই বছরের ২২ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বলেন, এই দু’ জনের বিরুদ্ধে আরো মামলা রয়েছে। আদালতে তারা কয়েকটি স্থানে বোমা হামলার কথাও স্বীকার করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877