স্বদেশ ডেস্ক:
পাম তেল রফতানির ওপর জারি করা নিষেধাজ্ঞা আগামী ২৩ মে সোমবার থেকে তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া।
বৃহস্পতিবার (১৯ মে) দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এ সিদ্ধান্তের কথা জানান।
এক ভিডিওবার্তায় প্রেসিডেন্ট উইদোদো বলেন, যদিও অধিক ব্যবহৃত এ ভোজ্য তেলটির দাম ১৪ হাজার রুপিয়ায় (প্রায় ৮৩ টাকা) নামেনি তারপরও এ খাতের ১ লাখ ৭০ হাজার শ্রমিকের কল্যাণের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিশ্বের সবচেয়ে বড় পাম তেল রফতানিকারক ইন্দোনেশিয়া গত ২৮ এপ্রিল থেকে তেলটির রফতানি বন্ধ রেখেছে। দেশের বাজারে ভোজ্যতেলে দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নেয়ার কথা জানায় দেশটি।