স্বদেশ ডেস্ক: এবারের ঈদটা একটু বেশিই স্পেশাল চিত্রনায়িকা পরীমনির জন্য। কারণ বিয়ের পর স্বামী শরিফুল রাজের সঙ্গে প্রথম ঈদ পালন করছেন। আবার শিগগির হতে যাচ্ছেন ‘মা’। বিশেষ সময়টা আরও আনন্দময় করে তুলতে স্বামী ও নানা শামসুল হককে নিয়ে কক্সবাজার গেছেন পরী। সেখান থেকেই বিভিন্ন সময় তিনি ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে গত ৫ মে রাতে তিনি যে ছবি পোস্ট করেছেন, সেটি আগের সবগুলোকে ছাপিয়ে গেছে। কারণ ছবিটিতে তার বেবি বাম্প স্পষ্ট হয়ে উঠেছে। এ সময় পরীমনির পরনে ছিল সবুজ রঙের গাউন, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে চশমা। ডান হাতের তর্জনী ছুঁয়েছে চিবুক, বাঁ হাত বেবি বাম্পের নিচে আলতো করে রাখা। চেনা হাসিতে মোহনীয় ভঙ্গিমায় আপ্লুত পরীমনির এই ছবিতে মাতৃত্বের স্বর্গীয় অনুভবের প্রকাশ ঘটেছে।