স্বদেশ ডেস্ক:
ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পরই জ্বলে উঠলেন বেন স্টোকস। প্রথম শ্রেণির ক্রিকেট কাউন্টি ক্লাব ডারহামের হয়ে খেলতে নেমেই ছক্কার বন্যা বইয়ে দিলেন। উস্টারশায়ারের বিপক্ষে মাত্র ৬৪ বলেই সেঞ্চুরির দেখা পান তিনি। এরমধ্যে এক ওভারের প্রথম পাঁচ বলে ছক্কা মারেন। অল্পের জন্য ষষ্ঠ বলটি ছক্কা হয়নি।
শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করা স্টোকস ফিফটি থেকে সেঞ্চুরি পেরোতে নিয়েছেন মাত্র ১৭টি বল। জশ বেকারের ওপরে চড়াও হয়েছিলেন। তার ওভারেই পাঁচটি ছয় মারেন। ষষ্ঠ বলটি চার হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে স্টোকসের এটি ২০তম শতরান।
নিজের ইনিংসে স্টোকস আটটি চার ও ১৭টি ছক্কা হাঁকিয়েছেন। শেষ পর্যন্ত ৮৮ বলে ১৬১ করে আউট হন। ৫৮০-৬ তুলে ডিক্লেয়ার করেছে ডারহাম। ডারহামের ইতিহাসে কোনো ব্যাটারের এটিই দ্রুততম শতরান।