শুক্রবার, ২৪ মে ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১অনুষ্ঠান অনুষ্ঠিত সত্যি কি সন্তান আসছে ভিকি-ক্যাটের ঘরে বাজেটের আগে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে না বাংলাদেশ নিউমার্কেটের হোটেলে বসে টানা ১২ দিন ধরে আনোয়ারুলকে হত্যার ছক কষে খুনিরা কসাই দিয়ে মাংস টুকরো টুকরো করা হয় এমপি আনারের আদালতে নেওয়া হয়েছে কসাই জিহাদকে নিম্নচাপে রূপ নিলো লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত আমেরিকানদের সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দিলেন পুতিন ইসরাইলি ও হামাস কর্মকর্তাদের গ্রেফতারের বিষয়ে আইসিজির রায় প্রত্যাখান বাইডেনের ইসরাইলকে গাজা যুদ্ধ বন্ধ করতে আজ নির্দেশ দেবে আইসিজে!
অনলাইনে মোশাররফের ‘দৌড়’

অনলাইনে মোশাররফের ‘দৌড়’

বিনোদন ডেস্ক:

সকালবেলা জরুরি কাজে বের হতে গিয়ে রুহুল আমিন জানতে পারে, তার গাড়িটি চুরি হয়েছে। সে নিকটস্থ থানায় যোগাযোগ করে। এদিকে তার ম্যানেজার জানায়, গাড়িতে কিছু বেআইনি এবং গোপন কাগজপত্র আছে। রুহুল আমিন তার এক নিজস্ব লোককে গাড়িটি পুলিশের হাতে পড়ার আগেই পুড়িয়ে দিয়ে যাবতীয় প্রমাণ নষ্ট করার নির্দেশ দেয়।

এর মাঝে রুহুল আমিনের স্ত্রী অহনা জানায়, তাদের ছেলে সায়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সে সম্ভবত খেলতে খেলতে গাড়ির ট্র্যাঙ্কে আটকা পড়েছে। শুরু হয় অন্যরকম এক উত্তেজনা। এটি ওয়েব সিরিজ ‘দৌড়’র গল্প। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান হইচই’য়ের ব্যানারে নির্মিত এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

মজার বিষয় হচ্ছে, ‘দৌড়’র মাধ্যমে প্রথমবারের মতো কোনো সিরিজে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তার সহধর্মিনী রোবেনা রেজা। এতে ব্যক্তিগত জীবনে ভীষণ সংসারী, একজন বিশিষ্ট ব্যাবসায়ী- রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

রুহুল আমিনের প্রায় বিস্মৃত একটি অন্ধকার অতীত রয়েছে। কেউ ধারণা করতে পারেনি যে এই অতীত এতদিন পর রুহুল আমিনকে তাড়া করে তার গোছানো জীবনকে এলোমেলো করে দেবে।

রায়হান খানের পরিচালনায় এই সিরিজে আরও অভিনয় করেছেন- খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার। এ ছাড়া চারজন চোরের চরিত্রে আছেন- ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত এবং উজ্জ্বল মাহমুদ।

ইতিমধ্যে এসেছে এর ট্রেলার। এটি মুক্তি পাবে আগামী ২ মে হইচইয়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877