স্বদেশ ডেস্ক:
বিড়ালের সঙ্গে পাঁচ বছর প্রেম করার পর অবশেষে পোষ্যটিকে বিয়েই করলেন লন্ডনের এক নারী। ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোবোরা হোজ নামের ৪৯ বছরের ওই নারী লন্ডনের সিডকাপের বাসিন্দা। গত ১৯ এপ্রিল তিনি তার পোষ্য বিড়ালকে বিয়ে করেন।
পাঁচ বছরের এই বিড়ালের নাম মোগি; যাকে পাঁচ বছর আগে দক্ষিণ-পূর্ব লন্ডনের এক পার্কে পাওয়া গিয়েছিল ৷ সব রীতিনীতি মেনেই বিয়ে করেছেন হোজ। বিয়ের পোশাকের সঙ্গে স্মার্ট টক্সিডো পরেছিলেন তিনি। আর বিশেষ এই দিনে বিড়ালটি টাই ও টুপি পরেছিল।
ডোবোরা জানিয়েছেন, তার কিছু পাওয়ারও নেই, কিছু হারানোরও নেই ৷ সেই কারণেই তার বিড়ালকে বিয়ে করেছেন। তিনি মোগিকে ছাড়া বাঁচতে পারবেন না বলেও জানান।
ডোবোরা বলেন, এই বিড়াল তার জীবনে সন্তানের পরেই সব থেকে বেশি জরুরি৷ বিয়ের আসরে বিশেষ বন্ধুদের তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন; যারা বিয়ের আসরে উপস্থিত ছিলেন।
ডোবোরা জানান, এর আগের বাড়ির মালিক তার দুই পোষ্যকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ৷ তারপরে তিনি নতুন বাড়িতে গিয়েছিলেন, সেখানে তার পোষ্য বিড়াল জামালকে ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। তারপরেই তিনি এ ধরনের সিদ্ধান্ত নেন। ডোবোরা তার বাড়ির মালিকের থেকে আর একটি বিড়াল রাখার অনুমতি নিয়েছিলেন ৷ এরপরেই মোগি ২০১৭ সালে তার ও তার দুই সন্তানের পরিবারের অংশ বিশেষে পরিণত হয়৷ নবদম্পতিকে পৃথিবীর কেউ আলাদা করতে পারবে না এমনই বিশ্বাস ডোবোরার ৷