স্পোর্টস ডেস্ক:
টেস্টের পর শুরু হতে যাচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লাহোরে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ৪টায় মাঠে গড়াবে প্রথম ওডিআই।
দুই যুগের বেশি সময় পর পাকিস্তান সফরে গেছে টিম অস্ট্রেলিয়া, শুরুটাও হয়েছে দুর্দান্ত। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ড্রতে নিষ্পত্তি হলেও শেষটা জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছে প্যাট কামিন্সের দল। সাদা থেকে রঙিন, কামিন্স থেকে এবার নেতৃত্বভারটা উঠতে যাচ্ছে অ্যারন ফিঞ্চের কাঁধে। ৮ মাসের দীর্ঘ বিরতির পর ওয়ানডে খেলার অপেক্ষায় থাকা অজিরা এ সিরিজ দিয়ে শুরু করতে চায় ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতিও।
তবে তাতে বড় বাধা স্কোয়াডে তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি। জয়ের মিশনে অনভিজ্ঞ, নবীন এক দলকে পাচ্ছেন ফিঞ্চ।
যদিও দলের তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে ফিঞ্চের জন্য অনুপ্রেরণার কারণ হতে পারে পরিসংখ্যান। পাকিস্তানের মাটিতে ১১ ওয়ানডে খেলে পাকিস্তানের ৪ জয়ের বিপরীতে অজিদের জয় ৬টিতে। এশিয়ার মাটিতেও এগিয়ে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত এই কন্ডিশনে ৩৩ ম্যাচ খেলে ২০টিতেই পাকিস্তানকে হারিয়েছে তারা।
শেষ ৯ বারের মুখোমুখি সাক্ষাতের পাঁচটিতেই জয়ী অস্ট্রেলিয়া। ২৪ বছর আগে পাকিস্তানের মাটিতে খেলা ওডিআই সিরিজেও হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ দিয়েছিল অজিরা।