স্বদেশ ডেস্ক:
আগামী সোমবার পর্যন্ত সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।
আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলেও ওই পূর্বাভাসে জানানো হয়। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সুরমা ও কুশিয়ারা ব্যতীত দেশের সকল প্রধান নদ নদীর পানি হ্রাস পাচ্ছে। এটি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের ৭১টি স্টেশনে নদ-নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। ১৯টি স্টেশনে বৃদ্ধি পেয়েছে,১টি স্টেশনে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ৩টি স্টেশনের পানি সমতল অপরিবর্তিত রয়েছে।