স্বদেশ ডেস্ক:
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা পদত্যাগ করেছেন। রোববার তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা থাই নিউজ অ্যাজেন্সি (টিএনএ)।
তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে টিএনএ।
স্রেথা সরকারের ব্যাপক রদবদলের অংশ হিসেবে উপপ্রধানমন্ত্রী দায়িত্ব হারানোর পর অনেকটা আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিলেন পার্নপ্রি। রোববার মন্ত্রিসভার পরিবর্তনের গ্যাজেট প্রকাশ করা হয়।
পদত্যাগের কারণ হিসেবে পার্নপ্রি টিএনএকে বলেন, উপপ্রধানমন্ত্রীর ক্ষমতা ছাড়া শুধু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার পক্ষে রাষ্ট্রের বৈদেশিক স্বার্থকে কার্যকরভাবে এগিয়ে নেয়া সম্ভব হবে না।
উল্লেখ্য, থাইল্যান্ডে ঐতিহ্যগতভাবে পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করে থাকেন। এতে যেমনি তার মর্যাদা বৃদ্ধি পায় তেমনি বৈদেশিক আলোচনায় সিদ্ধান্ত গ্রহণে সুবিধা পাওয়া যায়।
সূত্র : সিনহুয়া