স্বদেশ ডেস্ক:
সদরঘাট লঞ্চ টার্মিনালে দাঁড়িয়ে থাকা অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট। রোববার সকাল ১০টা ৫২ মিনিটে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে লঞ্চটিতে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে এসে সকালে সদরঘাটে পৌঁছায়।