বুধবার, ১৫ মে ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইউক্রেনে এবার নিহত রুশ লেফটেন্যান্ট জেনারেল

ইউক্রেনে এবার নিহত রুশ লেফটেন্যান্ট জেনারেল

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে চলমান যুদ্ধে এবার এক রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহত হয়েছেন।

শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস এক ফেসবুক পোস্টে এই তথ্য জানায়।

ওই পোস্টে বলা হয়, ইউক্রেনের খেরসন প্রদেশের চেরনোবাইয়েভকা শহরে ইউক্রেনীয় বাহিনীর কামান গোলা বর্ষণে রুশ সামরিক বাহিনীর সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ৮ম কম্বাইন্ড আর্মস আর্মির প্রধান লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মরদভিচেভ নিহত হন।

তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি।

এর আগে ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়ার জেনারেল পর্যায়ের চার সেনা কর্মকর্তা নিহত হন। তবে ওই চার সেনা কর্মকর্তাই মেজর জেনারেল র‌্যাঙ্কের ছিলেন।

৩ মার্চ রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেতস্কি নিহত হন।

পরে ৭ মার্চ রুশ ৪১তম আর্মির ফার্স্ট ডেপুটি কমান্ডার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ ইউক্রেনীয় শহর খারকিভের কাছে যুদ্ধে নিহত হন।

১১ মার্চ তৃতীয় রুশ জেনারেল হিসেবে রাশিয়ার ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ২৯তম কম্বাইন্ড আর্মস আর্মির কমান্ডার মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ নিহত হন।

চতুর্থ রুশ জেনারেল হিসেবে ১৫ মার্চ রুশ সামরিক বাহিনীর ১৫০তম মোটরাইজড রাইফেল ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ওলেগ মিতইয়ারেভ মারিউপোলে নিহত হন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877