স্বদেশ ডেস্ক:
ইউক্রেনকে মিগ-২৯ জঙ্গিবিমান দিয়ে পোল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। আজ ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পোল্যান্ডের এই প্রস্তাব সম্পর্কে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘ইউক্রেনকে বিমান দেওয়ার ব্যাপারে পোল্যান্ড যে প্রস্তাব দিয়েছে তা সমর্থন যোগ্য নয়। পোল্যান্ডের সেই প্রস্তাবে ছিল, তারা কিছু সাবেক সোভিয়েত ইউনিয়ন তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান জার্মানির মার্কিন ভিত্তিতে হস্তান্তর করবে এবং যুক্তরাষ্ট্র সেগুলোকে ইউক্রেনে পাঠাবে।’
তিনি আরও বলেন, ‘পোল্যান্ডের এই প্রস্তাব কতটা যৌক্তিক তা আমাদের কাছে একেবারেই পরিষ্কার নয়। এই বিষয়টি কি ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে তা নিয়ে পোল্যান্ড ও ন্যাটো জোটের অন্য সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্র পরামর্শ অব্যাহত রাখবে। আমরা মনে করি পোল্যান্ডের এই প্রস্তাব সমর্থনযোগ্য নয়।’
এদিকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইউক্রেন এখনো তার বিমান উড়াতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করতে সক্ষম।