স্বদেশ ডেস্ক:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীর জামতলী এলাকায় একটি বাসা থেকে ফাতেমা খাতুন (২৩) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
উখিয়া থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিল্লাল হোসেন বলেন- স্ত্রী আত্মহত্যা করেছেন, আপনারা তাড়াতাড়ি আসুন।
পুলিশ আরও জানায়, গত ২ মার্চ রাতে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বিল্লাল তাকে গলাটিপে হত্যা করেন। পরে রশি দিয়ে লাশ বাথরুমে ঝুলিয়ে রাখেন। নিজেকে বাঁচাতে থানায় ফোন করে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানান।
জানা গেছে, জামালপুরের ঘোড়ধাপ গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ফাতেমা এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের নান্নু মিয়ার ছেলে বিল্লাল হোসেন ভালোবেসে ২০২০ সালে বিয়ে করেন। তারা দুজনই পেশায় নার্স। এমএসএফ হাসপাতালে চাকরি করতেন। উখিয়ার পালংখালীর জামতলী এলাকার ওই বাসাটিতে তারা ভাড়া থাকতেন। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বিল্লাল স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।