স্বদেশ ডেস্ক:
তৃতীয় লিঙ্গের একজনের সঙ্গে অসম সম্পর্কে জাড়িয়ে ছিলেন এক যুবক। কিন্তু অন্যত্র বিয়ে করায় সেই খবরে চটে যান তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তি, কৌশলে ডেকে নিয়ে যুবককের যৌনাঙ্গ কেটে দেন তিনি। গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার আমলাগাছি হাট এলাকায় গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোপনে দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির সঙ্গে নিবিড় সম্পর্ক চালিয়ে আসছিলেন ওই যুবক। সম্প্রতি গোপনে বিয়ে করেন তিনি। বিয়ের খবর পাওয়ার পর যুবককে কৌশলে ডেকে আনেন ওই ব্যক্তি। খাবারের সঙ্গে ঘুমের ওষুধে অচেতন করে কেটে দেন তার যৌনাঙ্গ। পরে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্ত তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তি পলাতক রয়েছেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনায় কেউ অভিযোগ করেনি জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।