স্পোর্টস ডেস্ক:
সীমিত ওভারের ক্রিকেটে ২০২১ সালটা মোহাম্মদ রিজওয়ানের জন্য ছিল ইর্ষণীয় সাফল্যের। বছরজুড়েই দারুণ ফর্মে ছিলেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটার।
দুর্দান্ত সব ইনিংস খেলে প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলক।
এবার দুরন্ত পারফরম্যান্সের আরও একটি স্বীকৃতি পেলেন তিনি। রিজওয়ানকে গেল বছরে টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার ঘোষণা করেছে আইসিসি। এককথায় রিজওয়ানের টি-টোয়েন্টি ক্যারিয়ারকে সোনায় মুড়িয়ে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
রিজওয়ানের বর্ষসেরার খবর টুইট করেছে আইসিসি। সেখানে বলা হয়েছে— ‘দারুণ ধারাবাহিকতা, অদম্য ক্রিকেটীয় স্পিরিট ও কিছু দুর্দান্ত ইনিংস— আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার ২০২১ সালে অবিস্মরণীয় একটা বছরই কাটিয়েছেন।’
এর আগে পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন মোহাম্মদ রিজওয়ান।
বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন হাসান আলি, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিও। তাদের পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নেন ২৯ বছর বয়সি এ উইকেটকিপার ব্যাটার।
পুরো বছরজুড়েই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন রিজওয়ান। গেল বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানের এক ইনিংস খেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত।
বিশেষ করে ভারতের বিপক্ষে তার সেই ইনিংসটি স্মরণীয় থাকবে পাকিস্তানি সমর্থকদের মাঝে।তার অপরাজিত ৭৯ রানে ভর করেই সেদিন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পেয়েছিল পাকিস্তান।
গেল বছর ৯ টেস্ট খেলে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৪৫৫ রান করেন রিজওয়ান। ওয়ানডেতে এক ফিফটিতে করেন ১৩৪ রান। তবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে রেকর্ড ১৩২৬ রান করেন তিনি।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ২ হাজার ৩৬ রান করেন এই পাকিস্তানি তারকা।