শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বুস্টার ডোজ নিয়েছেন ৮ লাখ ৭৩ হাজার মানুষ

বুস্টার ডোজ নিয়েছেন ৮ লাখ ৭৩ হাজার মানুষ

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে দেশে টিকার বুস্টার ডোজ নিয়েছেন আট লাখ ৭৩ হাজার ৪৪১ জন।

বুধবার রাজধানীসহ সারাদেশে ৭৬ হাজার ৭৪১ জনকে বুস্টার ডোজ দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১২ হাজার ২৩৫ জনসহ ঢাকা বিভাগে ২৩ হাজার ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে চার হাজার ৯৭৬ জন, চট্টগ্রাম বিভাগে নয় হাজার ১৯৮ জন, রাজশাহী বিভাগে সাত হাজার ৬০৮ জন, রংপুর বিভাগে নয় হাজার ৪৪০ জন, খুলনা বিভাগে ১২ হাজার ৬৬৩ জন, বরিশাল বিভাগে তিন হাজার ৪৮৭ জন এবং সিলেট বিভাগে পাঁচ হাজার ৬৫৫ জন বুস্টার ডোজ নিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877