স্বদেশ ডেস্ক:
করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে আবারও বিশ্বব্যাপী কড়াকড়ি আরোপ শুরু হয়েছে। এর মধ্যে বিভিন্ন দেশ ফ্লাইট বাতিল করায় লাখ লাখ যাত্রী বিড়ম্বনায় পড়েছে। বিবিসির খবরে বলা হয়, গত ৫ দিনে প্রায় ১১ হাজার ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।
একাধিক এয়ারলাইন্স বলছে, করোনার ওমিক্রন ধরনের কারণে তাদের প্রতিষ্ঠানে কর্মী সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, গত সোমবার বিশ্বে প্রায় ৩ হাজার এবং গতকাল আরও ১ হাজার ১০০ ফ্লাইট বাতিল হয়েছে। মার্কিন এয়ারলাইন্স জানিয়েছে, ক্রুদের করোনা পরীক্ষা পজিটিভ হওয়ার কারণে ফ্লাইটে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
অন্যদিকে হংকং বলেছে, দক্ষিণ কোরিয়া থেকে সব ধরনের ফ্লাইট আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে।