স্বদেশ ডেস্ক:
ভোলার দৌলতখানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বারকে সমর্থন না করায় এক শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সদ্য বিজয়ী দক্ষিণজয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামালের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। আহত শিক্ষক মো. ইউনুস দৌলতখান উপজেলা মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক। এ ঘটনায় তিনি দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ওই শিক্ষক জানান, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার দক্ষিণজয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার জামাল উদ্দিনকে তিনি সমর্থন না করায় নির্বাচনের পর থেকেই তার সঙ্গে বিরোধ চলে আসছে। এরই জেরে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মেম্বার জামাল ও তার ভাই হেলাল তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে তিনি ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি আহত অবস্থায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে সদ্য বিজয়ী ইউপি সদস্য জামাল উদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।