রবিবার, ১২ মে ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের সূচি প্রকাশ : প্রোটিয়াদের দিয়ে টাইগ্রেসদের মিশন শুরু

বিশ্বকাপের সূচি প্রকাশ : প্রোটিয়াদের দিয়ে টাইগ্রেসদের মিশন শুরু

স্বদেশ ডেস্ক:

আসন্ন উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এর সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে প্রথমবার খেলবে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মেয়েরা। আগামী বছরের ৪ মার্চ টরাঙ্গার বে ওভালে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

৫ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ইউনিভার্সিটি ওভালে মাঠে নামবে বাংলাদেশ। একই দিনে হ্যামিল্টনের সেডন পার্কে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নারীরা। পরদিন টরাঙ্গায় মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

৩১ দিনব্যাপী চলবে টুর্নামেন্ট, যেখানে মাঠে গড়াবে মোট ৩১টি ম্যাচ। ৮ দল লড়ছে শিরোপার লড়াইয়ে, খেলা হবে নিউজিল্যান্ডের ৬টি শহরে- অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ডুনেডিন, হ্যামিল্টন, টরাঙ্গা ও ওয়েলিংটন।

উল্লেখ্য, এই বিশ্বকাপে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০১৭-২০ এ নিজেদের অবস্থানের ভিত্তিতে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। স্বাগতিক হিসাবে সরাসরি খেলতে পেরেছে নিউজিল্যান্ড। অন্যদিকে আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার মাঝপথে স্থগিত হলে ওয়ানডেতে দলীয় র‍্যাংকিং অনুযায়ী বিশ্বকাপের টিকিট পায় বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

এবারের বিশ্বকাপ হবে লিগ ফরম্যাটে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে ১ বার করে লড়বে। শীর্ষ ৪ দল খেলবে সেমি ফাইনালে।

১ম সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ৩০ মার্চ। ৩১ মার্চ ক্রাইস্টচার্চের হেগলি ওভালে হবে ২য় সেমি ফাইনাল। ফাইনাল মাঠে গড়াবে ৩ এপ্রিল, সেটিও হেগলি ওভালে।

নারীদের বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা- ৫ মার্চ, ২০২২, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড- ৭ মার্চ, ২০২২, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
বাংলাদেশ বনাম পাকিস্তান- ১৪ মার্চ, ২০২২, সেডন পার্ক, হ্যামিল্টন
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ- ১৮ মার্চ, ২০২২, বে ওভাল, টরাঙ্গা

বাংলাদেশ বনাম ভারত- ২২ মার্চ, ২০২২, সেডন পার্ক, হ্যামিল্টন
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া- ২৫ মার্চ, ২০২২, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
বাংলাদেশ বনাম ইংল্যান্ড- ২৭ মার্চ, ২০২২, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877