সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা! বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে: ওবায়দুল কাদের বিষয়টি আদালতেই সুরাহার চেষ্টা করব, হাইকোর্টের নির্দেশনা নিয়ে শিক্ষামন্ত্রী গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
বিদ্যুতের আরও ৫৫ লাখ প্রিপেইড মিটার বসবে

বিদ্যুতের আরও ৫৫ লাখ প্রিপেইড মিটার বসবে

স্বদেশ ডেস্ক:

আগামী ২ বছরের মধ্যে আরও ৫৫ লাখ বিদ্যুৎ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। ৬টি বিতরণ কোম্পানি ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে এসব মিটার বসানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বিদ্যুত চুরি, সিস্টেম লস ও বকেয়া বিল শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে দ্রুত সব গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা রয়েছে।

এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আমাদের সময়কে বলেন, পর্যায়ক্রমে দেশের সব বিদ্যুৎ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। এটা করা গেলে বিদ্যুতের সিস্টেম লস এবং বকেয়া বিদ্যুৎ বিল শূন্যের কোঠায় নেমে আসবে। তিনি বলেন, ‘বিদ্যুৎ বিভাগ থেকে বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, গত অক্টোবর পর্যন্ত ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ৪২ লাখ ৯৮ হাজার ৩২৪টি প্রিপেইড মিটার বসিয়েছে। বর্তমানে দেশে শিল্প, আবাসিক, বাণিজ্যিক- সব মিলিয়ে বিদ্যুৎ গ্রাহক প্রায় ৪ কোটি ৯ লাখ।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২০২১-২২ অর্থবছরে দুই লাখ, ২০২২-২৩ অর্থবছরে ১০ লাখ ও ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে ৯ লাখ ৫০ হাজার প্রিপেইড মিটার বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এই তিন অর্থবছরে বসাবে ১৭ লাখ প্রিপেইড মিটার। একই সময়ে সাড়ে ৮ লাখ গ্রহাককে প্রিপেইড মিটারের

আওতায় আনবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। এই তিন অর্থবছরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) বসাবে সাড়ে ৫ লাখ মিটার। এ ছাড়া খুলনা-বরিশাল অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিউিবশন কোম্পানি (ওজোপাডিকো) তিন অর্থবছরে স্থাপন করবে তিন লাখ ৭০ হাজার প্রিপেইড মিটার। রংপুর-রাজশাহী অঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) ২০২৩-২৪ সালের মধ্যে মোট ১৪ লাখ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনবে।

এ বিষয়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান আমাদের সময়কে বলেন, ‘যত দ্রুত সম্ভব প্রিপেইড মিটার স্থাপনের কাজ করা হচ্ছে। প্রথমদিকে গ্রাহকদের অসচেতনতার কারণে প্রিপেইড মিটারে অনীহা ছিল। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী মিটার বসানো কঠিন ছিল; কিন্তু গ্রাহকরা বুঝতে পেরেছেন যে, প্রিপেইড মিটারে অনেক সুবিধা রয়েছে। ঝামেলাহীন বিদ্যুৎ ব্যবহারে প্রিপেইড মিটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে আশা করছি দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকদের প্রিপেইড মিটার দিতে পারব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877