স্বদেশ ডেস্ক:
সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় করোনা ভাইরাসের টিকা দেওয়ার পর এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও নয় শ্রমিক। উপজেলার আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকায় ভারতীয় মালিকানাধীন সিআইপিএল গার্মেন্টসে এ ঘটনা ঘটে। এক শ্রমিকের মৃত্যু ও নয় শ্রমিক অসুস্থ হওয়ার খবরটি কারখানা কর্তৃপক্ষ কঠোরভাবে গোপন রাখলেও গতকাল দুপুরে তা জানাজানি হয়।
শ্রমিকরা জানান, ওই পোশাক কারখানায় কাজ করেন কয়েক হাজার নারী ও পুরুষ শ্রমিক। পরে গত ২৮ নভেম্বর শ্রমিকদের কারখানার ভেতরে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়। ২৯ নভেম্বর ১০ শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে অসুস্থ এক নারী শ্রমিক মারা যান। এ সময় অসুস্থ ৯ শ্রমিককে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল ও উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চলছে তাদের চিকিৎসাসেবা।
এদিকে কারখানার অ্যাডমিন কর্মকর্তা তাসলিম বলেন, ওই নারী শ্রমিক টিকা দেওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন। তাই তার মৃত্যু হয়েছে। টিকা দেওয়ার পর ওই শ্রমিকের মৃত্যু হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলব’।