বিনোদন ডেস্ক:
শুরু হচ্ছে নতুন ট্যালেন্ট শো ‘টফি স্টার সার্চ’। বাংলালিংকের এই ওটিটি প্ল্যাটফরমের শোটিতে বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিযোগিতাটির পরিকল্পনা দারুণ ভালো লেগেছে। বেশ বড় আয়োজনে হচ্ছে শোটি। আমি নিজেও বিয়ষটি নিয়ে এক্সাইটেড।’
গান, নাচ, অভিনয়, যাদু কিংবা অন্যান্য যে কোনো প্রতিভা তুলে ধরা যাবে এ আয়োজনে। এর জন্য টফি অ্যাপে চ্যানেল খুলে অংশগ্রহণ করে টফি স্টার সার্চে প্রতিভা দেখিয়ে ভিডিও আপলোড করতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করা যাবে। ডিসেম্বরের ৫ তারিখ থেকে শুটিং হবে। চলবে জানুয়ারি পর্যন্ত। ভাবনা আরও বলেন, ‘বিভিন্ন শাখায় নিজের প্রতিভা তুলে ধরার এমন আয়োজন সচরাচর হয় না। এখানে কোটি টাকার পুরস্কার থাকছে। আমি আশা করছি খুব ভালো কিছু হতে যাচ্ছে।’