বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

অভিনয় ছাড়ার ঘোষণা অভিনেতা বিক্রান্ত ম্যাসির

অভিনয় ছাড়ার ঘোষণা অভিনেতা বিক্রান্ত ম্যাসির

স্বদেশ ডেস্ক:

এক যুগের ক্যারিয়ারে বক্স অফিসে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের জনপ্রিয় মুখ বিক্রান্ত ম্যাসি। তবে এতো কিছুর পরেও অভিনয় ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বিক্রান্ত। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে তিনি নিশ্চিত করেছেন যে, ২০২৫ সালের পর আর কোনো সিনেমায় তাকে দেখা যাবে না।

 

অভিনয় ছাড়ার ঘোষণা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসির

ইনস্টাগ্রামে দেওয়া ওই নোটে বিক্রান্ত লিখেছেন, গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে। এবং একজন অভিনেতা হিসেবে।

৭ ফেব্রুয়ারি পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন বিক্রান্ত এবং শীতল। ছবি: সংগৃহীত

তিনি আরও লিখেছেন, ২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।

‘হাসিনা দিলরুবা’ তারকা বিক্রান্ত এই প্রজন্মের তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম সেরা অভিনেতা! তবে আপাতত তাঁর নাম লোকের মুখে মুখে শুধু 12th Fail ছবির কারণে। শীতল ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয় নাম। তাঁর জনপ্রিয় শোগুলির মধ্যে রয়েছে ‘আপস্টারটস’, ‘ব্রিজ মোহন অমর রহে’, ‘চপ্পড় ফাড় কে’। ALTBalaji-র ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এ অভিনয় করার সময়ই প্রথম আলাপ হয় বিক্রান্ত আর শীতলের!

গতবছর ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্ত ম্যাসি। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রাম গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি।

প্রসঙ্গত, দুই দশকের বেশি সময় ধরে বলিউড, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বিক্রান্ত ম্যাসি। ২০০৯ সালে ‘বালিকা বধূ’ সিরিজ দিয়ে পরিচিতি পান বিক্রান্ত। ‘টুয়েলভথ ফেল’ ছাড়াও ‘হাসিনা দিলরুবা’, ‘সবরমতী রিপোর্ট’, এবং ‘সেক্টর থার্টি সিক্স’-এর মতো সিনেমাগুলোয় তার অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মুগ্ধ করেছে। সর্বশেষ ‘সবরমতী রিপোর্ট’-এ তাকে দেখা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877