শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

স্বদেশ ডেস্ক:

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফিরোজ কবীর স্বাধীন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের ব্যবসায় অনুষদের ফিন্যান্স বিভাগের এ ছাত্রের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী। থাকতেন ৪১৪নং রুমে।

জানা যায়, গত ১৮ জুলাই জ্বরে আক্রান্ত হন স্বাধীন। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করানো হয়। পরে তাকে গ্রামের বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে যাওয়ার পর তার অবস্থা আরও খারাপ হওয়ায় ফের ঢামেকে ভর্তি করানো হয়।

উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার স্বাধীনকে নিয়ে যাওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। তবে অবস্থার উন্নতি ঘটেনি। গতকাল রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মেধাবী এই ছাত্র।

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক মফিজুর রহমান বলেন, ‘ফিরোজ কবির স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে স্কয়ার হাসপাতালে মারা যান।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877