স্বদেশ ডেস্ক:
অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আট বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসাথে ওই মামলায় তার ১০ হাজার টাকা অর্থদণ্ড স্থগিত করা হয়েছে।
এর আগে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মোঃ শহিদুল ইসলাম পৃথক ধারায় পাঁচ এবং তিন বছরের কারাদণ্ড দেন। একইসাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে এ আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন।
চার্জশিটে বাবরের বিরুদ্ধে সাত কোটি পাঁচ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়েছে।