বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

‘দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি’

‘দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি’

স্বদেশ ডেস্ক:

ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস ও ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে দেশের মানুষ ভালো আছে, শুধু বিএনপি ভালো নেই বলেও মন্তব্য করেন তিনি। আজ সোমবার নিজের বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি। সাধারণ মানুষ আতঙ্কে নেই। বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ ও বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে। বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না কাঁদে। তাদের এ অপরাজনীতির শেষ কোথায়?’

মরণঘাতী কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আগুন-সন্ত্রাসের মতো মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি। ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিল বিএনপি। দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদের পুনর্বাসন করেছে।’

সরকার ও দেশের যেকোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিএনপির মুখে আন্দোলনের কথা একযুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে। কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ। তাদের আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মতোই।’

নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নির্বাচনে অংশ নেয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। তাদের দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। ’

বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877