রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
৫ কোটি টাকার ফেরি ২ কোটি টাকায় উদ্ধার হচ্ছে

৫ কোটি টাকার ফেরি ২ কোটি টাকায় উদ্ধার হচ্ছে

স্বদেশ ডেস্ক:

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরি ১৩দিন পর বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন পানি থেকে ৭০ ভাগ উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে জেনুইন কর্তৃপক্ষ।
৫ কোটি টাকা ব্যয়ে ১৯৮০ সালে ক্রয় করা ফেরিটি উদ্ধার করতে প্রায় ২ কোটি টাকা খরচ হবে। তবে উদ্ধারের পর শুধু উদ্ধার খরচ উঠবে কি না তা কেউ নিশ্চিত করতে পারেনি। অথচ স্ক্র্যাপ হিসাবে উদ্ধারের আগেই বিক্রি করলে ২ কোটি টাকা পাওয়া যেত।

বর্তমানে ফেরিটির সাইট সেল ফেটে যাওয়ায় ওয়েল্ডিং এবং পানি অপসারণের কাজ চলছে। আজকের মধ্যে উদ্ধার সম্ভব না হলেও আগামীকাল বুধবার উদ্ধার অভিযানের পরিসমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের প্রধান বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ফজলুর রহমান।

আমানত শাহ ফেরি উদ্ধারে কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। জেনুইনের উদ্ধারসামগ্রী ৬টির মধ্যে ৫টি উইন ভার্জ দিয়ে সকাল ১০টার দিকে ফেরি তুলার মূল কাজ শুরু হয়েছে। এরই মধ্যে উইন ভার্জ ক্রেন দিয়ে টেনে কাত হওয়া ফেরি প্রায় ৭০ ভাগ সোজা করা হয়েছে বলে জানান জেনুইনের ম্যানেজার অজয় দেবনাথ। আজ মঙ্গলবার সন্ধ্যার আগেই ফেরিটি তুলে সোজা করে ভাসিয়ে তুলা সম্ভব হবে।

গত ৪ নভেম্বর সকাল থেকে জেনুইন ডুবুরি দল ফেরির তলদেশ থেকে উদ্ধারের সার্ভে শুরু করে। পর্যায়ক্রমে চট্টগ্রাম থেকে ৬টি উইন্সবার্জ আনা হয় এবং উদ্ধারকাজ চালানো হয়। গত ২৭ অক্টোবর পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে যানবাহন নিয়ে হেলে যায় রো রো ফেরি আমানত শাহ। এতে ফেরিটির আংশিক ডুবে যায়। এ ঘটনার চতুর্থ দিনে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম সবগুলো ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। এরপর শুরু হয় ফেরির উদ্ধারকাজ।

সরকারি সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর জেনুইন ২ কোটি টাকা উদ্ধার খরচের চাহিদা দিলে সরকার তাদেরকে ফেরি উদ্ধারের কাজ শুরু করার আহ্বান জানায়।

১৯৮০ সালে প্রায় ৫ কোটি টাকায় ডেনমার্ক থেকে ক্রয় করা হয়েছিল ফেরি আমানত শাহ। ফেরিটির মেয়াদ ছিল ৩০ বছর। সার্ভে নিয়মানুয়ী মেয়াদ আরো ৫ বছর বৃদ্ধি করা হলেও ফেরিটি চলাচলের সক্ষমতা হারিয়েছে ৬ বছর আগে। ফিটনেসবিহীন ফেরিটি জোড়াতালি দিয়ে বিআইডব্লিউটিসি দেশের বিভিন্ন নৌরুটে চালিয়ে আসছিল। মেয়াদ উত্তীর্ণর বিষয়টি কর্তৃপক্ষ অবগত থাকলেও তা কেউ আমলে না নেয়ায় গত ২৭ অক্টোবর ফেরিটি পাটুরিয়া ঘাটে যানবাহন আন-লোডের সময় পদ্মায় ডুবে যায়। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা ও রুস্তম’-এর সাহায্যে পণ্য বোঝাই ১৪টি ট্রাক-কভার্ডভ্যান ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ফেরিটি উদ্ধারের পর তা পুনঃ মেরামত শেষে স্বাভাবিক চলাচল করতে পারবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এবং এই বিভাগের সাথে সংশ্লিষ্ট অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এটাকে দিয়ে আর কোনোভাবেই কাজ করা সম্ভব নয়।

বিআইডব্লিউটিএ মেরিন বিভাগের অতিরিক্ত পরিচালক মো: আব্দুর রহিমের সাথে ফেরি উদ্ধারের বিষয়ে কথা হলে তিনি বলেন, নিয়মানুযায়ী একটি রো রো ফেরির মেয়াদ ৩০ বছর। পরবর্তী সার্ভের মাধ্যমে আরো ৫ বছর মেয়াদ বাড়ানো যায়। আমানত শাহর মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে কেন ফেরিটি উদ্ধার করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের বিষয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877