স্বদেশ ডেস্ক:
শনিবার থেকে একটানা বৃষ্টির জেরে বিপর্যন্ত ভারতের তামিলনাড়ু। ইতোমধ্যেই দুর্যোগের প্রকোপে প্রাণ হারিয়েছেন চারজন। ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে আড়াই শ’রও বেশি কুঁড়েঘর। মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় চেন্নাই, থেনি এবং মাদুরাই জেলাতে চারজনের মৃত্যু হয়েছে। সোমবারই জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর দু’টি দল মাদুরাই ও একটি করে দল তিরুভাল্লুর ও চেঙ্গেলপেটে পৌঁছেছে। এদিকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্য চালাচ্ছে থাঞ্জাভুর ও কাড্ডালোর জেলায়।
শনিবার সকাল থেকেই রাজ্যের ৩৬টি জেলায় ভারী ও অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। সেই বৃষ্টি সোমবার পেরিয়ে এখনো চলছে বহু অঞ্চলেই। এই প্রবল বৃষ্টির ধাক্কায় কার্যত বিপর্যস্ত জনজীবন। বহু গাছ ভেঙে গেছে। পানি জমে বহু এলাকাই জলমগ্ন। চেন্নাইসহ ১৪টি জেলার স্কুল, কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ বহু অফিসও। বেসরকারি সংস্থার কর্মীরা বাড়িতে থেকেই কাজ করছেন।
সূত্র : সংবাদ প্রতিদিন