স্বদেশ ডেস্ক:
আন্দোলনরত কৃষকদের কথা কানে তোলা তো দূরের কথা, যারা মারা গেছে এমনকি তাদের জন্য কেন্দ্রীয় সরকার কোনো শোক পর্যন্ত জানায়নি। এ জন্য ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেছেন, নরেন্দ্র মোদি ভারতের কৃষকদের প্রধানমন্ত্রী নন। এনডিটিভি।
বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে ২০২০ সালের নভেম্বর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করছেন কৃষকেরা। সংবাদ সংস্থা এএনআইকে রাকেশ টিকায়েত বলেন, আন্দোলনে প্রায় ৭৫০ কৃষক প্রাণ হারালেন, কিন্তু সরকারের পক্ষ থেকে শোকও জানানো হলো না।
এর আগে গত শুক্রবার এই কৃষক নেতা বলেছিলেন, দেশের কৃষকরা বিক্ষোভ বন্ধ করে কোথাও যাবেন না। যদি এক সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে, তা হলে জনসমর্থন পাওয়া এই বিক্ষোভ তত দিন চলবে, যত দিন ভারত সরকার এমএসপির নিশ্চয়তা দিয়ে আইন পাস ও তিনটি কৃষি আইন বাতিল করবে না।
গত বছর মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার তিনটি কৃষি আইন (সংশোধিত) পাস করে। এই তিন আইনের বিরুদ্ধে ২৬ নভেম্বর থেকে ভারতের হাজারো কৃষক রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। এর পর সরকারের সঙ্গে কয়েক দফায় কৃষক নেতাদের আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি।