স্বদেশ ডেস্ক:
পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নেমেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। আজ শনিবার সকাল ১০টার দিকে শিমুলিয়া থেকে পাটুরিয়ায় পৌঁছায় জাহাজটি। এরপরই চার নম্বর ঘাটের ডাউন পকেটে নদীর তীরে রাখা ৩টি ট্রাক ও দুটি কাভার্ড ভ্যানের মধ্যে একটি কাভার্ড ভ্যানকে ফেরির পন্টুনে ওঠায় রুস্তম। পর্যায়ক্রমে তীরে থাকা যানবাহনগুলো পাড়ে উঠানো হবে।
এদিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের ভাটিতে থাকা একটি কাভার্ড ভ্যানকে উদ্ধার করেছে হামজা। সকালে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল দুটি মোটরসাইকেল উদ্ধার করে।
বিআইডব্লিউটিএর উদ্ধার অভিযানের প্রধান ফজলুর রহমান জানিয়েছেন, ডুবে যাওয়া ফেরিতে থাকা আরেকটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হলেই যানবাহন উদ্ধার অভিযান সমাপ্ত হবে। এ পর্যন্ত তিনটি মোটরসাইকেল ও ৬টি ট্রাক এবং ৭টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত বুধবার সকাল পৌনে ১০টার দিকে ১৭টি কাভার্ড ভ্যান-ট্রাক এবং কয়েকটি মোটরসাইকেল নিয়ে শাহ আমানত পাটুরিয়ায় এসে কাত হয়ে ডুবে যায়।