স্বদেশ ডেস্ক;
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে শাহ আমানত নামে একটি ফেরি উল্টে গেছে। আজ বুধবার সকাল ৯টা ৩৪ মিনিটে পণ্যবাহী ট্রাক ও কয়েকটি বাসসহ ফেরিটি উল্টে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ।
ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট ইতোমধ্যে সেখানে কাজ শুরু করেছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
ফেরিতে কতগুলো যানবাহন ছিল, কীভাবে সেটা ডুবে গেল- সে বিষয়ে কোনো তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি। হতহাতের কোনো তথ্যও এখনও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে আসেনি।