শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা : ১৫ আসামি রিমান্ডে

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা : ১৫ আসামি রিমান্ডে

স্বদেশ ডেস্ক :

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ১৫ আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা রিমান্ডের এই আদেশ দেন।

রিমান্ড আদেশ পাওয়া আসামিরা হলেন- ইফতেখার উদ্দিন, তৌহিদুল আলম, খালিদ বিন ওয়ালিদ, সৈয়দ মঈন উদ্দিন, দেলোয়ার হোসেন, মাসুদ পারভেজ, মো. হুমায়ুন, জাবেদুল ইসলাম, মো. রাসেল, নুরুল ইসলাম, মো. সোহাগ, আইয়ুব আলী, আমির হোসেন, খোরশেদ আলম ও ওমর ফারুক।

এ ব্যাপারে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান জানান, ১৫ আসামির সাতদিন করে রিমান্ডের আবেদন জানায়  কোতোয়ালি থানা-পুলিশ। বিচারক শুনানি শেষে প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুরে আন্দরকিল্লা জেএম সেন হল পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটে। এ সময় ফটকের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। মণ্ডপে ঢিল ছোড়ার অভিযোগ পাওয়া যায়। এই ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ৮৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ যুব-ছাত্র অধিকার পরিষদের নয় নেতা-কর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877