রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!
প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেব

প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেব

স্বদেশ ডেস্ক:

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। তিনি আমাদের উৎস ও প্রেরণা। তিনি যে সিদ্ধান্ত দেন, আমরা মেনে নিই। তিনি যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব। গতকাল দুপুরে সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে মহানগরের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, অপপ্রচারে কিছু আসে যায় না। মিথ্যা মিথ্যাই থাকবে, সত্যের জয় হবে। আমাদের অভিভাবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চাই সুশাসন এবং কাজ। প্রধানমন্ত্রী গ্রামকে শহরে উন্নীত করার নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের শহরকে পরিকল্পিতভাবে গড়তে চাই।

সম্প্রতি আলোচিত এ মেয়র বলেন, এক থেকে দেড় হাজার ফিটের ভেতরে যাদের আধা পাকা, সেমি পাকা ও মাটির ঘর রয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করে তাদের জন্য পাঁচ বছরের ট্যাক্স মওকুফ করা হবে। প্রথম পর্যায়ে এক লাখ বাড়িঘরের ট্যাক্স মওকুফ করা হবে।

মেয়র আরও বলেন, গাড়ি জ্বালাও-পোড়াও এবং সড়ক অবরোধ আওয়ামী লীগের কোনো কাজ নয়। উসকানিমূলক কথায় কারও কোনো ক্ষতি করা যাবে না।

সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে মেয়র বলেন, নগরের কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। কারও বিরুদ্ধে কোনো হয়রানির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877