মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ন

অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ টিকা আসছে আজ

অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ টিকা আসছে আজ

স্বদেশ ডেস্ক:

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ শনিবার দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা। বিকাল ৫টায় এসব টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। কোভ্যাক্স সুবিধার আওতায় জার্মানি থেকে এই টিকা বাংলাদেশে আসছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানান, টিকা গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন। টিকা গ্রহণ শেষে মিডিয়া ব্রিফ করবেন তারা।

এর আগে গত ২৮ আগস্ট জাপান থেকে ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসে। গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের আরও দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান দেশে পৌঁছে। এর পর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। গত ২ আগস্ট আসে উপহারের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। ২১ আগস্ট চতুর্থ চালানে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় আসে। এবার জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে।

বাসসের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877