স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলের বেশ কয়েকজন তারকা ইনজুরিতে ভুগতে থাকায় মৌসুমের প্রথম একাদশে থাকতে যাচ্ছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে। মেসির পিএসজিতে পাড়ি জমানোর পরই বিশ্বসেরা আক্রমণ ত্রয়ী গড়ে তোলে পিএসজি। যদিও তিন তারকার একসঙ্গে এখনো মাঠে নামা দেখেনি ফুটবল বিশ্ব।
বুধবার রাত ১টায় এ গ্রুপের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব ব্রুগের বিপক্ষে মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ব্রুগের জান ব্রেইডেল স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল সনি টেন-থ্রি।
প্রথম একাদশ কেমন হচ্ছে তা নিয়ে পিএসজি কোচ বলেন, ‘মেসি-নেইমার-এমবাপেকে এক সঙ্গে? আমিও এই উদ্দীপনায় শামিল হতে চাই। যদি আমি অস্বীকার করি তাহলে পাগল হিসেবে প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তাহলে তাদের দেখতে পারছি? খুব সম্ভবত হ্যাঁ।’
প্রতিপক্ষ হিসেবে ক্লাব ব্রুগেকে সমীহ করেছেন পিএসজি বস। ‘তারা বেলজিয়ান লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছে। বেশ শক্তিশালী। যেকোনো কিছু করার সক্ষমতা রয়েছে তাদের। অবশ্য প্রতিপক্ষকে সম্মান করতেই হবে আপনাকে। সেরা দলগুলোই চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে।’