মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশি দম্পতির কারাদণ্ড যুক্তরাষ্ট্রে

বাংলাদেশি দম্পতির কারাদণ্ড যুক্তরাষ্ট্রে

স্বদেশ ডেস্ক:

জঙ্গি অর্থায়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাসরত শহিদুল গাফফার ও নাবিলা খান নামে এক বাংলাদেশি দম্পতিকে কারাদণ্ড দিয়েছে স্থানীয় একটি আদালত। তারা সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেওয়ার জন্য তাদের দুই বাংলাদেশি স্বজনের কাছে অর্থ পাঠিয়েছিলেন। এর মধ্যে গাফফারকে ১৮ মাস ও নাবিলাকে দুই বছরের কারাদ- দেওয়া হয়। স্থানীয় সময় গত বৃহস্পতিবার মার্কিন ডিস্ট্রিক্ট কোর্ট জজ জশুয়া ডি. উলসন এ রায় দেন।

লাতিন টাইমস জানায়, ৪০ বছর বয়সী শহিদুল গাফফার ও ৩৫ বছর বয়সী নাবিলা খান যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। মার্কিন গোয়েন্দারা প্রমাণ পেয়েছেন যে, ২০১৫ সালে নাবিলা তার ভাই জুনায়েদ হাসান খানকে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিতে অর্থ দিয়েছিলেন। এ ছাড়া গাফফার নিউইয়র্কে বসবাসরত নাবিলার আরেক ভাই ইব্রাহিম খানকে একই উদ্দেশ্যে অর্থ দেন। একই সঙ্গে ২০১৪ সালের সেপ্টেম্বরে গাফফার ও নাবিলা তাদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ওই দুই ভাইয়ের সিরিয়ায় যাওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা করেছিলেন।

২০১৫ সালের জানুয়ারিতে নাবিলা ফোনে বাংলাদেশে বসবাস করা তার বোনকে বলেন, তার কিছু স্বর্ণ আছে। এই স্বর্ণ বিক্রি করে তিনি বড়ভাই জুনায়েদকে টাকা দিতে চান। ওই বছরেই ফেব্রুয়ারিতে জুনায়েদ সিরিয়ায় যান। সে সময় নাবিলা দেশে ফিরে তার ভাইকে বিদায়ও জানান। কিন্তু গাফফার তখন পেনসিলভেনিয়াতেই ছিলেন। সেখান থেকে তিনি নাবিলার মাকে সমর্থনমূলক বার্তা পাঠান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877