ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে ‘সত্যিকার’ এবং ‘ভাল’ বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুতিন। তিনি রইসিকে রাশিয়ার প্রকৃত বন্ধু এবং একজন অসাধারণ রাজনীতিক হিসেবে আখ্যায়িত করেছেন। বলেছেন, নিজের দেশের সেবা করতে পুরোটা জীবন উৎসর্গ করেছেন রইসি। একই সঙ্গে আমাদের দেশগুলোর সঙ্গে প্রতিবেশীসুলভ ভাল সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে পুরোদমে আগ্রাসন চালায় রাশিয়া। তখন থেকেই রাশিয়ার সামরিক গুরুত্বপূর্ণ মিত্র হয়ে ওঠে ইরান। ওদিকে চীনের জনগণের একজন ভাল বন্ধু হিসেবে রইসিকে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, রইসির এই ট্রাজিক মৃত্যু ইরানি জনগণের জন্য এক বড় ক্ষতি। উল্লেখ্য, ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। তাদের নিষেধাজ্ঞা দেয়া তেলের বড় ক্রেতা চীন।