শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেট থেকে এবার প্রথম হজ ফ্লাইট…….

সিলেট থেকে এবার প্রথম হজ ফ্লাইট…….

স্বদেশ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি হজ ফ্লাইট। ১৮ জুলাই দুপুর সোয়া ১২টায় ৪২০ জন যাত্রী নিয়ে সিলেট থেকে বিমানের বিজি-৩৩৩৭ প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার পথে ছেড়ে যায়। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট জোনের সাধারণ সম্পাদক জহিরুল কবির চৌধুরী শিরু জানান, এবার সিলেট থেকে সরাসরি এক হাজার ২৬০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। বাকি যারা থাকবেন তারা ঢাকা হয়ে যাবেন। ১৯ জুলাই শুক্রবার জেদ্দায় যাবে আরও একটি ফ্লাইট এবং ৩ আগস্ট সিলেট থেকে প্রথমবারের মতো সরাসরি মদিনায় যাবে আরেকটি ফ্লাইট। এর মাধ্যমে হজ ফ্লাইটের সিলেট পর্ব শেষ হবে।
এ বছর সিলেট থেকে হজে যাচ্ছেন মোট ৩ হাজার ২০০ জন। এবারই প্রথম সিলেট থেকে তিনটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেকআপ করা হলো। ফলে সৌদি বিমানবন্দরে গিয়ে হজযাত্রীদের আর হয়রানির শিকার হতে হবে না বলে জানান সংশ্লিষ্টরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877