শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হজযাত্রীদের বহন করা বিমানে আগুন, জরুরি অবতরণ

হজযাত্রীদের বহন করা বিমানে আগুন, জরুরি অবতরণ

স্বদেশ ডেস্ক

হজযাত্রীদের বহনকারী একটি বিমানে আগুন লাগায় ইন্দোনেশিয়ায় জরুরি অবতরণ করেছেন পাইলট। উড়োজাহাজটিতে ৪৫০ জন হজযাত্রী ও ১৮ জন কেবিন ক্রু ছিল। তবে সবাই সুস্থ আছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বোয়িং ৭৪৭-৪০০ সিরিজের বিমানটি ইন্দোনেশিয়ার মাকাসার শহর থেকে মদিনার উদ্দেশে যাওয়ার পথে হঠাৎ একটি ইঞ্জিনে আগুন ধরে যায়।

ইন্দোনেশিয়ার জাতীয় বিমান পরিষেবা সংস্থা গারুদার পরিচালক ইরফান সেতিয়াপুত্রা বলেন, বিমানটি টেক অফের পরপরই সেটির একটি ইঞ্জিনে আগুন লাগে। সম্ভবত ফ্লাইট শুরুর আগে সেটি ভালোভাবে পরীক্ষা করা হয়নি।

তিনি বলেন, বিমানটি অবতরণের দুই ঘণ্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন আরেকটি বিমানের ব্যবস্থা করেছে গারুদা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877