স্পোর্টস ডেস্ক:
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিওনেল মেসি। তবে চাইলে সেটি আরও এক বছর বাড়িয়ে নেওয়ারও সুযোগ থাকছে তার। বার্সেলোনা ছেড়ে ফরাসি জায়ান্টদের হয়ে ৩০ নম্বর জার্সিতেই মাঠে নামবেন তিনি। চুক্তি সম্পন্নের পরই মেসির জার্সি নম্বর প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ।
বার্সার সঙ্গে ক্লাব ক্যারিয়ারের ২১ বছরের সমাপ্তি হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই নতুন ক্লাবে যোগ দেন মেসি। চুক্তি সম্পন্নের পর পরই তিনি বলেন, প্যারিসে নতুনভাবে সব কিছু শুরু করতে চাই। পেশাদার ফুটবলার হিসেবে আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে। আশা করি, নতুন দলকে আলাদা উচ্চতায় নিয়ে যেতে পারব। এবারের দলটাও বেশ ভালো হয়েছে। সতীর্থদের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।
ফরাসি জায়ান্টদের হয়ে বছরে সব মিলিয়ে ৩৫০ কোটি টাকা বেতনে খেলবেন মেসি। সমান বেতনে পিএসজিতে খেলে থাকেন মেসির সতীর্থ নেইমার। দুইজনের এই জুটি আবার দেখার সুযোগ হচ্ছে বিশ্বের।