রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
পদত্যাগ করলেন নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমো

পদত্যাগ করলেন নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমো

স্বদেশ ডেস্ক:

একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। তদন্ত শেষেও এর সত্যতা মিলেছে। এর পরই গতকাল মঙ্গলবার নিজ থেকেই পদ ছাড়ার ঘোষণা দেন অ্যান্ড্রু। এ খবর জানিয়েছে বিবিসি। ৬৩ বছরের অ্যান্ড্রু কুমো যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত।

বিবিসি জানিয়েছে, গভর্নর অ্যান্ড্রু কুমোর এ পদত্যাগ আগামী ১৪ দিনের মধ্যে কার্যকর হবে। এর পর সেই দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুল। এদিকে অ্যান্ড্রু কুমোর পদত্যাগের আগে তার শীর্ষ সহযোগী মেলিসা ডিরোজাও পদত্যাগ করেন। গভর্নরের এই সচিবের বিরুদ্ধে যৌন হয়রানির শিকার এক নারীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন মেলিসা।

একাধিক নারী ২০২০ সালে কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। অভিযোগকারীদের একজন ব্রিটনি কমিশো গভর্নরের নির্বাহী সহকারী হিসেবে

২০১৭ সাল থেকে কর্মরত ছিলেন। তার অভিযোগ, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর গভর্নর কুমোর সঙ্গে সেলফি তোলার সময় তিনি তাকে অশালীনভাবে স্পর্শ করতে থাকেন। এ সময় তার আচরণ স্বাভাবিক ছিল না। এ ঘটনায় ভয় পেয়ে যান ব্রিটনি। অ্যান্ড্রু কুমোকে তার অপরাধের দায় নিতে হবে বলে মনে করেন এই নারী। তদন্ত শেষে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের প্রকাশিত প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে- অ্যান্ড্রু কুমো অন্তত ১১ নারীকে যৌন হয়রানি করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877