স্বদেশ ডেস্ক:
চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেনী গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ভুঁইয়াসহ ছয় পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাদেরকে ফেনী মডেল থানায় সোপর্দ করে জেলা পুলিশ প্রশাসন। এসময় তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃত ছয় পুলিশ কর্মকর্তার মধ্যে ওসি সাইফুল ছাড়াও আছেন এসআই মোতাহের, এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিৎ রায় ও এএসআই মাসুদ রানা। ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কিছুদিন আগে ফেনীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় কক্সবাজারের বাসিন্দা গোপাল কান্তি দাশ নামে এক ব্যবসায়ী মঙ্গলবার ফেনী মডেল থানায় বাদী হয়ে ফেনী গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ভুইয়াসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে অভিযোগটি দিনভর তদন্ত করে এ ছয় পুলিশ কর্মকর্তাকে আটক করে থানায় সোপর্দ করে জেলা পুলিশ।