স্বদেশ ডেস্ক:
পরীমনি ইস্যুতে চলচ্চিত্র অঙ্গন এখন সরগরম। গত ঈদুল আজহায় পরীমনি ৬টি গরু কোরবানি দিয়েছেন। আর সেই গরু দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সেলিম খান ব্যাখ্যা প্রদান করেছেন।
সেলিম খান বলেন, ‘আমি পরীমনিকে গরু দেইনি। চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে ৪টি গরু প্রদান করেছি। এ ছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রশাসকের সঙ্গে আলোচনা করে দুটি গুরু দিয়েছি। পরিচালক, শিল্পী ও প্রযোজকদের তত্ত¡াবধানে এসব গরু কোরবানি দেওয়া হয়। আমার প্রযোজিত কোনো ছবিতেও পরীমনি অভিনয় করেননি। এমন সংবাদ প্রকাশ করায় আমি খুবই ব্যথিত হয়েছি।’