স্বদেশ ডেস্ক:
খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ভিডিও ফেসবুকে শেয়ার করার অভিযোগে তানজীর তাজ (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তানজীর তাজ খুলনার বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।
পুলিশ জানায়, তানজীর তাজ তার ব্যক্তিগত ফেসবুকের স্টোরিতে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তৈরি করা একটি বিকৃত ভিডিও শেয়ার করেছিল। এ ব্যাপারে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজল খুলনা সদর থানায় মামলা করেন। তার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তানজীর তাজকে গ্রেফতার করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল-মামুন বলেন, ছাত্রলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পরিপ্রেক্ষিতে তাজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আর্জিতে দুই শ’ টাকার নোটে ছাপা বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে তৈরি করা টিকটকের একটি ভিডিও তাজ নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন বলে উল্লেখ করা হয়।