স্বদেশ ডেস্ক:
রাজধানীর তুরাগ থানা এলাকায় মায়ের সঙ্গে রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুলতানা আক্তার (১৬) নামের এক কিশোরী। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার স্বজনরা। নিহতের লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, ‘আমার বোন জেদি প্রকৃতির ছিল। আগে পড়াশোনা করলেও লকডাউনের কারণে এখন ঠিকমতো পড়াশোনা করে না। এ নিয়ে রাতে মায়ের সঙ্গে রাগারাগির একপর্যায়ে অভিমানে ঘরে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
পুলিশ জানায়, নিহতের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুঝুড়ি গ্রামে। বর্তমানে তুরাগের মোস্তফা হাজির বস্তিতে ভাড়া থাকেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহত ওই কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।